মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিভিন্ন প্রলোভনে পড়ে ভালো চাকরি আসায় অবৈধ পথে ভারতে পাচারের শিকার ২০ জন বাংলাদেশি কিশোর- কিশোরীকে দীর্ঘ এক বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) নোম্যানসল্যানডে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাব বিদোষ চন্দ্র বর্মন, শার্শার এসিল্যান্ড, বিজিবি ও পুলিশ উপস্থিত থেকে তাদেরকে গ্রহন করেন।
তীব্র গরমে বেনাপোল বন্দরে পঁচছে আমদানি করা আলু
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই কিশোর-কিশোরীরা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায় পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।
তিনি আরো বলেন, এখানে অনেক এনজিও সংস্থাও কাজ করছে তাদের দেশে আনার ব্যাপারে।
দেশে আসার পর ইমিগ্রেশন তাদের কার্যক্রম শেষে করে পোর্ট থানায় হস্তান্তর করবেন বলে জানান ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম।
স্বাআলো/এস