প্রবাসের খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৬ অভিবাসী গ্রেফতার

| October 31, 2023

মালয়েশিয়ায় বাংলদেশিসহ ২১৬ অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজ্যের অভিবাসন বিভাগ নেগ্রি সেম্বিলানে পাঁচ দিনের বিভিন্ন অভিযানে ১১ শিশুসহ ২১৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

রাজ্যেও অভিবাসন বিভাগের পরিচালক, কেনিথ তান আইক কিয়াং বলেছেন, ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া অপস সাবং ব্লিটজে ২১৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৭১ জন মহিলা রয়েছেন।

কিয়াং জানান, ৭৪টি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে ৫০টি অন্যান্য ১০টি সংস্থার সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়।

সোমবার (৩০ অক্টোবর) কিয়াং এক বিবৃতিতে বলেছেন, টানা পাঁচদিনের অভিযানে এক হাজার ৫৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২১৬ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ২৪ বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।

কিয়াং বলেন, অভিবাসন বিধি এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন অনুরূপ অভিযান চালানো হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply