ঢাকা অফিস: বিএনপি ও জামায়াত হরতাল-অবরোধের নামে ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পুড়িয়ে দেয়া যানবাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক রয়েছে। এছাড়া ২১টি কভার্ডভ্যান, আটটি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি যানবাহন পুড়িয়ে দেয়া হয়।
এর আগে, ২৮ অক্টোবর থেকে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরইমধ্যে ১০ম দফায় অবরোধ পালন করছে দলটি। চলমান ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর ৬টায়।
স্বাআলো/এস