যশোরসহ শনিবার (২৫ নভেম্বর) দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের চারজনসহ ৫, চট্টগ্রামে একসঙ্গে তিনজন, সাতক্ষীরায় ভারতীয় দম্পতি, ফেনীতে শিশুসহ দুইজন, ময়মনসিংহে শিশুসহ দুইজন, মুন্সীগঞ্জে নানী-নাতি, রাজবাড়িতে দুইজন, লালমনিরহাটে একজন, গোপালগঞ্জে দুইজন, দিনাজপুরে দুইজন, রংপুরে একজন, মানিকগঞ্জে একজন, যশোরে একজন ও গাজীপুরে এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের প্রাণ গেছে।
শনিবার এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর: যশোরের বেনাপোলে বাসচাপায় মারা গেছে এক কিশোর। নিহত রাজা বাবু (১৩) কাগজপুকুর বাজারে একটি ভ্যান গ্যারেজের শ্রমিক হিসেবে কাজ করতো। সকাল ১১টার দিকে কাগজপুকুর বাজারে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।
যশোরে বাসের ধাক্কায় কিশোর নিহত
সাতক্ষীরা: ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ভারতীয় নাগরিক অসীম কুমার (৪৫) ও ছবি বিশ্বাস (৩৬)। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক সজীব। শনিবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।
রাজশাহী: পুঠিয়া উপজেলায় বেলপুকুর বাইপাস মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বেলপুকুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বেলপুকর থানার ওসি মামুনুর রশিদ। নিহতরা হলেন, অটোরিকশার চালক মোখলেস আলী (৪৫), যাত্রী ইনসাফ আলী (৭৫), তার ছেলে আইয়ুব আলী (৩৮) ও মেয়ে পারভীন (৩৫) এবং পারভীনের মেয়ে কলেজছাত্রী শারমিন (১৭)। তাদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামে।
চট্টগ্রাম: মিরসরাইয়ে রাস্তায় গ্যাসলাইন মেরামত করার সময় কন্টেইনারবাহী লরির চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আলমগীর হোসেন (৪৫), শফিকুল ইসলাম (৪২), মাসুদ মিয়া (৩৫)। উপজেলা সদরের তালবাড়িয়া বিসিক রাস্তার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সোহেল সরকার।
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভানু পালের ছেলে বাবু পাল (৬৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার লোকমান হোসেনের মেয়ে জানাতুল আক্তার (১১)। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুরের হেলালের পুকুরপাড়ে এ ঘটনা ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান জানান।
রংপুর: পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার তাতারপুর ফুটানির বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তায় লরির ধাক্কায় একটি ভ্যানগাড়ি উল্টে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। অপরদিকে জেলার কাপাসিয়া উপজলায় দুপুরে ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শাকিব হাসান (১৩) উপজেলার বরিষাবাহ ইউনিয়নের নয়ানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
ফেনী: ফুলগাজী উপজেলায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে আট মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, অটোরিকশার চালক মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫) ও আনাস (আট মাস)। শনিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট-আমজাদহাট আঞ্চলিক সড়কের শনিরহাট (মনিপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম।
মানিকগঞ্জ: পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠার সময় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম (৬০)। শনিবার দুপুরে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেন।
মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় নানী-নাতির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী জোহরা বেগম (৫২) এবং তার মেয়ে সুফিয়া খাতুনের ছেলে আব্দুল্লাহ (আট মাস)।
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিজ উদ্দিন (৫০) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা।
রাজবাড়ী: পাংশা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের (রাজাই)ছেলে রিমন (২২) এবং একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে হেনা মোড় এলাকার এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার এসআই এ কে এম হাসানুজ্জামান।
গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৯) এবং একই গ্রামের শহিদ মল্লিকের ছেলে সানাল মল্লিক (১৮)। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম মজিদ সরকার ও লালু। তাদের বাড়ি পার্বতীপুরের চণ্ডিপুর ইউনিয়নের মণ্ডলপাড়ায়। শনিবার রাত ৯টার দিকে উপজেলার হলদিবাড়ি এলাকার রওশন পেট্রোল পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
স্বাআলো/এস