ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত, খুলনার পাঁচজনসহ ২৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ

ঢাকা অফিস: ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকা খুলনা বিভাগের পাঁচজনসহ ২৮ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)।

নোটিশ পাওয়ার পাঁচদিনের মধ্যে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

শোকজ করা হয়েছে ২৫ জন শিক্ষক ও তিনজন কর্মচারীকে। শিক্ষকদের মধ্যে চট্টগ্রামের ১০ জন, খুলনার ৫, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহীর তিনজন করে এবং ঢাকার একজন। কর্মচারীদের মধ্যে দুইজন বরিশালের ও একজন কুমিল্লার।

সোমবার (১ এপ্রিল) মাউশি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (৩১ মার্চ) শোকজ নোটিশে সই করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

নোটিশে বলা হয়, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব-ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা ২৮ জন শিক্ষক-কর্মচারীকে স্কুলে অনুপস্থিত পেয়েছেন। অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজ নোটিশে ওই শিক্ষক-কর্মচারীকে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখুন এখানে

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...