নিজস্ব প্রতিবেদক: যশোরে দূর্ধর্ষ তিন চোরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একই সাথে তাদের কাছ থেকে চোরাই ২৪টি এন্ড্রোয়েড ও ৬৬টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার হালসা গ্রামের জয়নুর মোড়ল, বালিয়া ভেকুটিয়ার আহসান জামিল ও পালবাড়ি ঘোষপাড়ার আশিকুজ্জামান আশিক।
মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ডিবি জানায়, মঙ্গলবার অভিযান চালিয়ে জয়নুরের নিজ বাড়ি থেকে একটি হ্যাক্সো মেশিন, একটি হাতুড়ি ও ১৪টি ব্রান্ডের মোবাইল ফোন এবং ৩০টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরেক আসামি জামিলের স্বীকারোক্তিতে শহরের বস্তাপট্টি এলাকায় নিজের দোকান জামিল স্টোর থেকে ১০টি এন্ড্রোয়েড ও ২৩টি বাটন মোবাইল ফোন এবং আরেক আসামি আশিকের এমকে রোডের আশিক টেলিকম থেকে আরো ২৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি আরো জানায়, ঝিকরগাছার একটি চুরি মামলা তদন্ত করতে যেয়ে তারা প্রথমে তথ্য পান। এরপর বেরিয়ে আসে থলের বিড়াল।
স্বাআলো/এস