বেরিলের তান্ডবে নিহত ৭, বিদ্যুৎবিহীন ৩০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় অঞ্চল লণ্ডভণ্ডের পর এবার যুক্তরাষ্ট্রে তান্ডব চালিয়েছে ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় পরিণত হারিকেন বেরিল। সোমবার ( ৯ জুলাই) দক্ষিণ-পূর্ব টেক্সাস এবং লুসিয়ানাতে আঘাত হানে ঝড়টি।

হারিকেন বেরিলের আঘাতে টেক্সাস এবং লুসিয়ানাতে অন্তত সাতজন মারা গেছে এবং প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এ সময় কর্মকর্তারা রাজ্যগুলোতে ভারী বৃষ্টি প্রবল বাতাস সম্পর্কে নাগরিকদের সতর্ক করেছেন।

ঝড়ে লণ্ডভণ্ড টেক্সাস, ১৩০০ ফ্লাইট বাতিল

ফ্লাইটওয়্যার ডটকমের তথ্য অনুসারে, হারিকেন বেরিলের কারণে সোমবার (৯ জুলাই) হিউস্টনের প্রধান বিমানবন্দরে ১১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হিউস্টনের শহরতলিতে পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। হিউস্টন একটি নিচু উপকূলীয় শহর হওয়ায় বন্যার ঝুঁকি বেশি। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ মাইল এবং ঝোড়ো বাতাসের গতিসীমা ৮৭ মাইল পর্যন্ত পৌঁছেছিল।

টেক্সাসের প্রায় ২৬ লাখ মানুষ সোমবার রাত পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। এছাড়া লুসিয়ানাতেও কিছু বিভ্রাটের খবর পাওয়া গেছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, বিদ্যুৎ আসতে দিনকয়েক সময় লাগবে। কর্মীরা কাজ শুরু করেছেন। কিন্তু আবহাওয়ার কারণে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না।

এছাড়া টেক্সাসে একাধিক তেল শোধনাগার আছে। ঝড়-বৃষ্টির জেরে কয়েকটি শোধনাগার বন্ধ করে দিতে হয়েছে। বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও।

প্রাণঘাতী রূপ নিচ্ছে হারিকেন বেরিল

কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসের হ্যারিস এবং মন্টগোমারি কাউন্টিতে সাতজন মারা গেছে, এবং প্রতিবেশী লুইসিয়ানায় আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগে এই ঝড়ের কারণে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

তবে আগের চেয়ে এর ভয়াবহতা অনেকটা কমে গেলেও বেরিলের দাপটে তছনছ হয়ে গেছে টেক্সাসের উপকূল অঞ্চল। প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা। উদ্ধারকারীরা সব জায়গায় এখনো পৌঁছতে পারেননি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...