যশোর

যশোরে সোনা চোরাচালান মামলায় ৩ জনের রিমান্ড

| November 19, 2023

যশোরে সোনা চোরাচালান মামলার তিন আসামিকে একদিন করে রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় এই আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, বেনাপোলের পুটখালী গ্রামের আজমীর হোসেন, জালাল উদ্দিন ও আমীর হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ১১ নভেম্বর বিজিবির একটি দল নিয়মিত টহলে যায় সীমান্তবর্তী কৃষ্ণপুর এলাকায়। এসময় একটি মোটরসাইকেলে তিনজন লোক আসতে দেখে বিজিবির সন্দেহ হলে তাদের আটক ও দেহ তল্লাশি করে ১২ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম। এই ঘটনায় চোরাচালান দমন আইনে আটক তিনজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়। তদন্ত কর্মকর্তা আটক তিনজনের তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রবিবার শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply