টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পারা বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের বাবা ও তার দুই ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (৩ জুন) সকালে দুর্ঘটনাটি ঘটে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
তিনি জানান, সকালে মহাসড়কের ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা একই পরিবারের তিনজন বাবা ও তার দুই ছেলে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরো জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
স্বাআলো/এস