আন্তর্জাতিক

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

| October 3, 2023

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন পিয়েরে আগোস্তিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার নামে তিন বিজ্ঞানী।

মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় পৌনে ৪টার দিকে বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

রাজধানী স্টকহ্যামের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স বিশ্বের বিখ্যাত সব বিজ্ঞানীদের মধ্যে থেকে সেরা পদার্থবিজ্ঞানীকে এই পুরস্কারে ভূষিত করে থাকে।

পদার্থবিজ্ঞানে নোবেল দেয়া শুরু হয় ১৯০১ সালে। এরপর থেকে ১১৬ বার এই পুরস্কার দেয়া হয়েছে। এখন পর্যন্ত ২২২ জন সম্মানজনক এ পুরস্কার জিতেছেন। এরমধ্যে মার্কিন পদার্থবিদ জন বার্ডেন একমাত্র ব্যক্তি হিসেবে দুইবার এই পুরস্কার জেতার বিরল কীর্তি গড়েছিলেন।

পদার্থবিজ্ঞানে অনবদ্য অবদান রাখায় গতবছর যৌথভাবে এ পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply