বাগেরহাটে বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার শরণখোলায় বজ্রপাতে দুইজন এবং সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় উভয় ঘটনায় আটজন আহত হয়েছেন।

শনিবার (১১ মে) শরণখোলা উপজেলার বান্ধাঘাট এলাকায় বজ্রপাতে নিহতরা হলেন, পিরোজপুর ইন্দুরকানি বালিপাড়া এলাকার মোহাম্মদ মিলন (৩৫) ও মোড়েলগঞ্জ উপজেলার মোস্তফা (৩৮) ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, উপজেলার বান্দাঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। সকালে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় পর পর দুইটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিলন এবং মোস্তফা মারা যান। এবং ৫/৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

অপরদিকে শুক্রবার বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় নির্মাণাধীন নার্সিং কলেজের পিলারের বেজে লোহার তৈরি খাঁচা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২৫) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন শ্রমিক।

নিহত সাব্বির মোড়েলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামের সেলিম মালের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের ইলিয়াস হাওলাদালের ছেলে রবিণ হাওলাদার (২২) ও আল আমিনের ছেলে আরমান (২৫)।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন শ্রমিক মারা গেছে। আর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

তীব্র ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশের অনেক অংশে মঙ্গলবার (৭ জানুয়ারি) ৭ দশমিক ১...

সোনার বারসহ আটক ৩

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ থানার পুলিশ সোনার বারসহ...

গুলি করে হত্যার পর বৃদ্ধের মরদেহ নিয়ে গেলো বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধকে...

বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুর...