আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি নিবন্ধিত দল প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র এবং দলগুলো থেকে মোট দুই হাজার সাতশ ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক শরিফুল আলম।
মনোনয়নপত্র জমার সময় আর বাড়ছে না, নির্বাচন ৭ জানুয়ারিই
তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩শ’টি সংসদীয় আসনের জন্য ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট দুই হাজার সাতশ ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া দাখিল করা মনোনয়নপত্রগুলোতে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।
স্বাআলো/এসএ