সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৪ কেজি ওজনের সোনার বার ও তরল সোনা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দাদের সমন্বিত দল অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটির ঢাকায় যাওয়ার কথা ছিলো। তবে তার আগে গোপন সংবাদ পেয়ে বিমানে অভিযান চালানো হয়। এসময় বিমানের ৩২ জে এবং ২১ এ,বি,সি, সিটের নিচ ও ওয়াশরুম থেকে ২৮০টি সোনার বার ও ৬টি ডিম্বাকৃতির বক্সে আনা তরল সোনা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩৪ কেজি।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৩২ কেজি ৪৮০ গ্রাম। সঙ্গে ৬ পিস ডিম্বাকৃতির বক্সে থাকা ১ কেজি ৫৯১ গ্রাম তরল সোনা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আমরা এখন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে আবারো তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।
স্বাআলো/এসএ