বিনোদন ডেস্ক: বর্তমানে নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আগামী ৯ ফেব্রুয়ারি তার অভিনীত ‘ট্র্যাপ’ এবং ১৬ ফেব্রুয়ারি ‘ছায়াবৃক্ষ’ নামের দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরের একটি রেস্তোরাঁয় ‘ট্র্যাপ’ সিনেমা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংরক্ষিত আসনের এমপি হতে চাওয়ার ইচ্ছের কথা জানান অপু বিশ্বাস।
সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস
যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে অপু তার ভাবনার কথা জানিয়ে ছিলেন। এ জন্য আরো আগে থেকে মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানান অপু বিশ্বাস।
নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম ক্রয় করবেন জানান অপু বিশ্বাস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে সম্প্রতি গণভবনে যান অপু বিশ্বাস।
তাপস-বুবলীর প্রেম, মুখ খুললেন অপু বিশ্বাস
প্রধানমন্ত্রীর সঙ্গে অপু বিশ্বাসের ফুল হাতে এমন ছবি অন্তর্জালে প্রকাশ্যে এলে সংরক্ষিত আসনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা।
চলতি বছরটি সুখবর দিয়েই শুরু করেছেন এই ঢালিউড কুইন। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু।
স্বাআলো/এস