চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক, লাঠি-রড উদ্ধার

চুয়াডাঙ্গায় বোমা সাদৃশ্য বস্তু বাঁশের লাঠি ও লোহার রডসহ বিএনপি-জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর রাতে জেলার চার উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।

এর মধ্যে চুয়াডাঙ্গায় ৯ জন, আলমডাঙ্গায় ১২ জন, দর্শনায় পাঁচজন, দামুড়হুদায় তিনজন ও জীবননগরের ৯ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী রয়েছেন।

চুয়াডাঙ্গায় বিএনপির ডাকা হরতালে মাঠে নেই নেতাকর্মীরা

আলমডাঙ্গায় আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন (৫০), আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর কর্মী তোফাজ্জল হক (৫৮), একই উপজেলার বাড়াদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন (৩৩), চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ঠান্ডু (৫০), হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার (৫৫),খাসকররা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী (৩৫), ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৫), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ (৫৫), ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৪০), আঁইলহাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৫০), কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির রবজেল আলী (৬০) ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৫০)।

দামুড়হুদায় আটককৃতরা হলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও জামায়াত কর্মী রফিকুল ইসলাম।

বিএনপির হরতালে বাধা দেয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

দর্শনার আটককৃতরা হলেন, মদনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল চঞ্চল (৫১), নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী (৪৮), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলী (৩৫), দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মন্টু মণ্ডল (৪৫) ও দর্শনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্বাস আলী (২২)।

এ সময় তাদের নিকট থেকে সাতটি বোমা সাদৃশ্য বস্তু, ৯টি বাঁশের লাঠি ও চারটি লোহার রড উদ্ধার করে পুলিশ।

হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা, রাজপথে আ.লীগ

জীবননগরে আটককৃতরা হলেন, জীবননগর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিয়া (৩৬), জীবননগর পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী (৫৫), জেলা বিএনপির সদস্য আবুল হোসেন (৫৮), বিএনপি কর্মী সুজাউদ্দিন (৪৯), আমজাদ হোসেন (৫৮), আমিনুল ইসলাম (২৬), মিলন হোসেন (৪৩), শাহিন উদ্দিন (৩৬) ও ইসরাফিল (২৫)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী, নাশকতার পরিকল্পনাকারী, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জান-মালের ক্ষতি সাধনকারী হিসেবে চিহ্নিত ৩৮ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...