অবৈধভাবে ভারতে বসবাসের অপরাধে আটক চারজন বাংলাদেশি নাগরিককে দীর্ঘ কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এই সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ভারতীয় ইমিগ্রেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রহণ করার পর ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে এই চারজনকে যশোর জাস্টিস এন্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
হস্তান্তর হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন: সাইফুল চুন্নু খান (৩০), নূরজাহান বেগম (২৮), পারভেজ শাখি (২২) এবং রেকসোনা (১৯)।
স্বাআলো/এস