স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করছে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ঢাকায় চার ক্রিকেটার। আবাহনীর হয়ে খেলতে চট্টগ্রাম থেকে এসেছেন আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
এছাড়া মোহামেডানের হয়ে খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান খেলছে শাইনপুকুরের বিপক্ষে।
আবাহনীর ১০ ক্রিকেটার ডাক পেয়েছেন জাতীয় দলে। তাই একাদশ সাজানো নিয়ে সংকটে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। শেখ জামালের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী। ডিপিএলের আজকের ম্যাচটিও বেশ গুরুত্ব বহন করছে আবাহনীর জন্য। শেখ জামালকে হারালেই ডিপিএলের শিরোপা ঘরে তুলবে তারা।
এদিকে ডিপিএলে ফিরেছেন সাকিব আল হাসান। গেল পরশু আমেরিকা থেকে ঢাকা ফিরে গতকাল মাগুরায় যান সাকিব আল হাসান।
এরপর মাগুরা থেকে আবারো ঢাকা ফিরে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেএসপিতে ম্যাচ খেলতে নেমেছেন টাইগার এই অলারাউন্ডার।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে থাকছেন না সাকিব।
স্বাআলো/এস