নিজস্ব প্রতিবেদক: যশোরে ৬২ বোতল ফেনসিডিল ও এক গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) জেলার চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামে ডিবি পুলিশের অভিযানে ইন্দ্রপুর গ্রামের আলমগীর, গয়ড়ার বিল্লাল হোসেনের কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিলসহ আটক করে।
শনিবার এক কেজি গাঁজা বেনাপোলের খড়িডাঙ্গা মাঠপাড়াস্থ গ্রামে ডিবি পুলিশের অভিযানে ইসরাফিল মোড়লের কাছ থেকে এক কেজি গাঁজাসহ আটক করে।
শনিবার অপর আর একটি অভিযানে, বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আব্দুল করিমের ছেলে কুতুব উদ্দিন শশীর কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করে।
স্বাআলো/এস