আজাদুল হক,বাগেরহাট: জেলার রামপাল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টে আবারো চুরি হয়েছে। প্লান্টের মুল্যবান তামার তারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
আটককৃতরা হলো- বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর গ্রামের জব্বার খান (৪০), ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার মিঠু শেখ (৩৫), রামপাল উপজেলার বর্ণি এলাকার রাজু শেখ (৪০) ও ফকিরহাট উপজেলার ভবনা এলাকার রহমান শেখ (৩০)।
বৃহস্পতিবার আটক আসামিদের একটি মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, বুধবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার কাপাশডাংগা এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি করে এনে পাচারের জন্য অপেক্ষা করছে একটি চোর চক্র। এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় জনৈক সোহানুর রহমানের বসত বাড়ির সামনে কালভার্টের উপরে অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছোট বড় বিভিন্ন সাইজের কভারযুক্ত ৪৮০ কেজি তামার তার যার মূল্য পাঁচ লক্ষ ৭৬ হাজার টাকা, তার চুরির কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িসহ তাদের আটক করে। ওসি সোমেন দাস আরো জানান, চক্রটি দীর্ঘদিন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তার চুরি করে পাচার করে আসছে।
স্বাআলো/এস/বি