দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের টেকনাফে বৃষ্টিতে মাটির দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হ্নীলা মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেয়ালচাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন, ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০), দুই মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

হ্নীলার ১ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির আহমদের বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মরিচ্যাঘোনায় ফকির আহমেদের মাটির তৈরি ঘরের মাটির দেয়াল চাপা পড়ে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে- মোট চারজন নিহত হয়েছেন। বৃষ্টি চলতে থাকায় দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কর্দমাক্ত রয়েছে।

মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে নিহতদের মাটিচাপা থেকে উদ্ধারের কাজ শুরু করেন। সবাইকে বের করা গেলেও তারা ঘটনাস্থলে মারা যান।

টেকনাফের নির্বাহী অফিসার (ইউএনও) আদনান চৌধুরী বলেন, বাড়ির দেয়াল ধসে মাটিচাপায় হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাস্থলে যাচ্ছি আমরা। বৃষ্টির কারণে কাঁদায় ভরে থাকায় সড়ক দিয়ে চলাচল কষ্টসাধ্য হচ্ছে। নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...