Uncategorized

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশি

| November 24, 2023

অবৈধপথে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশর হাতে তুলে দেয় তাদেরকে হস্তান্তর করে পেট্রাপোল ইমিগ্রেশন।

পাচারের শিকাররা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ৪২ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা বাড়ি ফিরছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী ও যশোর রাইডস্ এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply