বিএনপি-জামায়েতের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টহল দল মোতায়ন করা হয়েছে। রাজধানীতে ১৬০টি ডবল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মতোন করা হয়।
বুধবার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, বিএনপি-জামায়েতের ডাকা ফের ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের টহল টিম জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেসহ সারাদেশে র্যাবের ৪৬০টি টহল দল কাজ করছে।
স্বাআলো/এসএ