যশোরে রমজান ও চয়ন হত্যার ৫ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঞ্চল্যকর দুইটি হত্যা মামলায় চিহ্নিত তিন সন্ত্রাসীসহ পাঁচজনকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (১৫ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো, যশোর শহরের চোরমারা দিঘির পাড় এলাকার কুদরত আলী, রেলগেট পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেন দেলু, চাঁচড়া রায়পাড়ার শফিকুল ইসলাম বাবু ওরফে পলিথিন বাবু, সদর উপজেলার শানতলার অনিক ও নয়ন দাস।

যশোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারে বিরোধকে কেন্দ্র করে গত ৮ মার্চ রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে খুন হন আরেক সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান আলী। এই ঘটনায় নিহতের মা চিহ্নিত মাদক ব্যবসায়ী রেখা খাতুন বাদী হয়ে পিচ্চি রাজাসহ ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের নামে কোতোয়ালী থানায় মামলা করেন। আদালতে আত্মসমর্পণ করা এই মামলার আসামি কুদরত আলী, দেলোয়ার হোসেন দেলু ও বাবুসহ ছয়জনের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই কামাল হোসেন।

বুধবার শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে একদিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।

অপর দিকে সদর উপজেলার শানতলায় গত ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে চয়ন দাস নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় নিহত চয়নের পিতা নয়ন দাস বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা আটক আসামি অনিক ও নয়ন দাসকে ৭দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...