ঢাকা অফিস: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। মৃত্যুর ২৫ দিন পর শুক্রবার (২ আগস্ট) পাঁচ জনের লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) দুবাই থেকে ঢাকা ফিরবে।
গত ৭ জুলাই সকালে আবুধাবির কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা যান তারা। স্থানীয় সময় গত সোমবার রাতে তাদের মৃত্যুসনদ পেয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস।
মরদেহ দেশে পাঠাতে এরই মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে দূতাবাস।
ওই দুর্ঘটনায় নিহতরা হলেন- ঢাকার নবাবগঞ্জ বালেঙ্গা এলাকার মুহাম্মদ রানা মিয়া, একই এলাকার মুহাম্মদ ইবাদুল শেখ, মুহাম্মদ রাজু হোসেন, নবাবগঞ্জ রাজাপুরের মুহাম্মদ রাশেদ ও দোহারের ইকলাছ মৃধা। তারা সবাই দেশটির আজমান প্রদেশে বসবাস করতেন। সেখান থেকে আবুধাবির কর্মস্থলে যাওয়ার পথে শাহামা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
আবুধাবির বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর লুৎফন নাহার নাজীম জানান, হাসপাতালের ময়নাতদন্ত বিভাগ গত সোমবার রাত ৩টায় পাঁচ প্রবাসীর মৃত্যু সনদ দিয়েছে। দগ্ধ লাশের চেহারা বোঝার উপায় ছিলো না। ফরেনসিক রিপোর্ট আসতে দেরি হয়। দূতাবাস মরদেহগুলো পরিবারের কাছে পাঠাতে এরই মধ্যে বিমানের কার্গো বুকিং করেছে। সরকারি খরচে লাশ দেশে পাঠানো হবে।
লুৎফন নাহার বলেন, তারা নিয়োগকর্তার অধীনে না থেকে অন্যত্র কাজ করতেন। এ জন্য নিয়োগকর্তার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ আগস্ট) আবুধাবির কেন্দ্রীয় মর্গে (বানিয়াস) জানাজা হয়। এরপর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে শুক্রবার (২ আগস্ট) শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছাবে।
স্বাআলো/এস