সাতক্ষীরায় টাকা ও প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার শ্যামনগর থেকে একটি কথিত সীমানা পিলার, নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা ও একটি হেরিয়র প্রাইভেটকারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে বাড়ির মালিক আব্দুল মুজিদ পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী গ্রামের আল আমিন, মাদারীপুর জেলার শ্রীনাখাদী গ্রামের মনিরুজ্জামান মনির, একই জেলার লুন্দীপাড়া গ্রামের অহিদুর রহমান খোকন, নয়াকান্দি গ্রামের আব্দুর রহিম মাতুব্বর, সুনামগঞ্জ জেলার লালপুর ভাটিয়াপাড়া গ্রামের মুজিবুর সরকার।

শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক

পুলিশ জানায়, উক্ত প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমানা পিলার ক্রয়-বিক্রির নামে দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলো। একপর্যায়ে তারা শ্যামনগরেও প্রতারণা শুরু করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি কথিত সীমানা পিলার প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে নগদ তিন লাখ ২৮ হাজার টাকা, একটি কথিত সীমানা পিলার ও একটি হেরিয়র প্রাইভেটকারসহ তাদের মোবাইলগুলো জব্দ করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পাঁচ প্রতারক চক্রসহসহ মোট সাতজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকী দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...