নিজস্ব প্রতিবেদক: আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম ও এএআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা টিম, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মাগুরা জেলার মোহাম্মদপুর নেপালের মোড় এলাকায়, সেলিম মোল্যার (২৮) বাড়িতে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তিতে আরো চারজনকে দুইটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
যশোরে ইজিবাইক চোর চক্রের তিন সদস্য আটক
গ্রেফতারকৃতরা হলো, মাগুরা যশপুর গ্রামের রহমান সরদার (২৫), মাগুরা মোহাম্মদপুর উপজেলার আউনাড়া মধ্যপাড়া গ্রামের আল-আমিন(২৩), মাগুরা শ্রীপুর উপজেলার মৃশিবলু মোল্যা (৪২), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গড়দাহ খালপাড়া এলাকা অভিযান চালিয়ে হাসান ফকিরকে (৪২) গ্রেফতার করেন।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার বলেন, গ্রেফতারকৃতরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় গত দুইদিনে মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস