নিজস্ব প্রতিবেদক: যশোরে খেলার সময় বজ্রপাতে একই স্কুলের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সদর উপজেলার ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
আহত শিক্ষার্থীরা হলো- ভায়না রাজাপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নিরব (১০), একই গ্রামের আব্দুল রহিমের ছেলে মাহিম ( ১০), হাদিউজ্জামানের ছেলে জিম (১০), রাসেলের মেয়ে সুমাইয়া ( ১০) ও পলাশ শেখের মেয়ে লামিয়া (১০)।
আহত শিক্ষার্থী মাহিমের পিতা আব্দুর রহিম জানান, তার ছেলে ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। টিফিনের সময় বন্ধুদের সাথে স্কুল মাঠে খেলা করছিলো। দুপুর আড়াইটার দিকে মাঠের একটি মেহগনি গাছে বাজ পড়লে তারা আহত হয়। এসময় শিক্ষকদের মাধ্যমে খবর পেয়ে অভিভাবকরা শিক্ষার্থীদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
স্বাআলো/এস