জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুন) আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
আটকেরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), একই গ্রামের নুর আলম (৪৩), আলাউদ্দিন খোপ্পা (২৮), সোহেল (৩০), মোহাম্মদ রহিম (৩৪) ও আনিসুর রহমান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ সময় এক বান্ডেল তাস ও নগদ দুই হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস