যশোরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, চক্রের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাত প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২০ মার্চ) যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ চক্রের কাছ থেকে উদ্ধার হয় দুই লাখ ৫০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে সোহাগ ও হাবিবুর রহমান নামে দুই সবজি বিক্রেতাকে অপহরণের অভিযোগ রয়েছে।

প্রথম ধাপে যশোরের দুইটিসহ ১৫২ উপজেলায় ভোট ৮ মে

আটককৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার গ্রামের হারুন অর রশিদ (৩৩), শার্শা উপজেলার টেংরাইল মাঝেরপাড়া গ্রামের হাসান (২৪), চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের ইসতিয়াক আহম্মেদ (২৪), যশোর শহরের খড়কী বামনপাড়ার রাশেদ হাওলাদার (২৮), শার্শা উপজেলার নাভারণ রেলবাজার এলাকার সোহেল আহম্মেদ বাবু (৩২), গোগা গাজীপাড়ার আবুল উজ্জল হোসেন (৩০) ও বেনাপোল পুটখালী রাজগঞ্জ এলাকার হাফিজুর রহমান (৩২)।

যশোরে ছাত্রীকে ধর্ষণ, মাদরাসা শিক্ষক আটক

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, আটককৃতরা ডিবি পুলিশ পরিচয় দেয়া অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ডিবি পুলিশ সেজে ব্যবসায়ীদের অপহরণ করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলো। ব্যবসায়ীদের অভিযোগ পাওযার পর বিষয়টি অনুসন্ধান করে গোয়েন্দা পুলিশ জানতে পারে দুই ব্যবসায়ী সোহাগ ও হাবিবুর রহমান গত শনিবার ঢাকায় সবজি বিক্রি করে যশোর চাঁচড়ার তরিকুল ইসলাম শাহিনের বাড়ির সামনে গাড়ি থেকে নামেন। এরপর একটি মাইক্রোবাস এসে থামে তাদের সামনে। এসময় আসামিরা ডিবি পুলিশ পরিচয়ে সোহাগ ও হাবিবুরকে উঠিয়ে নিয়ে যায় কেশবপুরের একটি ফাঁকা মাঠে। তাদের কাছ থেকে সবজি বিক্রির চার লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই চক্রটি। অপহরণের স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদেরকে শনাক্ত করা হয়। এরপর ২০ মার্চ রাতে শুরু হয় অভিযান। যশোরের বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান চালিয়ে আটক করা হয় ডিবি পুলিশ পরিচয়ের ওই সাতজনকে। এ চক্রের কাছ থেকে উদ্ধার হয় দুই লাখ ৫০ হাজার টাকা। তাদের কিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

যশোরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, আটক বাঁধনকে শোন এরেস্টের আবেদন

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেছেন, এ চক্রের সদস্য সাতজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী দুই সবজী ব্যবসায়ী ছাড়া পাওয়ার পর যশোর পুলিশের শরণাপন্ন হন। এরপর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা মাঠে নামে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০ মার্চ রাতে তারা আটক হয়। এ চক্রের সাথে আরো কেউ আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...