চট্টগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাটহাজারী সড়কের চারিয়া বোর্ড স্কুল ও ইজতেমা মাঠের সামনে নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ফটিকছড়ি অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অটোরিকশার সাতজনই নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস