কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
বুধবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মাহফুজুল ইসলাম।
বিএনপি নেতা মির্জা আব্বাস-আলাল ৫ দিনের রিমান্ডে
পুলিশ জানায়, বিএনপি ও জামায়াতের ডাকা চলমান অবরোধে নাশকতার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এছাড়াও রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শামীম হোসেন, উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম এবং রৌমারী উপজেলা জামায়াতের কর্মী রফিকুল ইসলাম, শাহাদত হোসেন ও ফরিদুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে, আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস