যশোরের মণিরামপুরে ছাত্রশিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ আঞ্চলিক সড়কের কোদলাপাড়া এলাকার কাশবন ক্যাফ এন্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন, রোহিতা ইউনিয়নের আব্দুল আলীম (২৬), মাহফুজুর রহমান (২২), সিরাজুল ইসলাম (২৩), মোহাম্মদ আজম (২২) ও মমিনুর রহমান (২৫)।
অবশ্য এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, তারা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে একটি সূত্র জানিয়েছে।
কাশবন ক্যাফের ব্যবস্থাপক সাকিব হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর থানার ওসি (স্যার) সপরিবারে ক্যাফেতে খাবার খেতে আসেন। এর মধ্যে নয় যুবক ক্যাফের ছাদে বসে খাবার অর্ডার করেন। কিছুক্ষণ পর খেদাপাড়া ফাঁড়ির পুলিশ এসে ছাদে গিয়ে ওই যুবকদের সাথে কথা বলে। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে মণিরামপুর থানার অফিসর ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামানকে ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্বাআলো/এসএ