খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

| October 1, 2023

বিশ্বকাপ আসরের পর্দা উঠছে ৪ অক্টোবর। মেগা এই টুর্নামেন্টের উদ্বোধনীতে কারা গাইবেন, কারা নাচবেন, মঞ্চ মাতাবেন কারা! এনিয়ে অবশ্য মুখে তালা এটেছে আয়োজকরা।

সমর্থকদের রোমাঞ্চ বাড়াতে পরিকল্পনা গোপন করে সবাইকে অপেক্ষায় রেখেছে বিসিবিআই। তবে বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোয় যে খবর ছড়িয়েছে, তাতে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের নামকরা তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পিটিসি পাঞ্জাবের বরাত দিয়ে ইনসাইডস্পোর্ট জানিয়েছে, উদ্বোধনী মঞ্চে গান পরিবেশন করবেন দেশটির জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

সঙ্গে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালকে পারফর্ম করতে দেখা যাবে। এ ছাড়াও নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে।

নাচ–গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস–ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply