সম্পাদকীয়

ঝিকরগাছার গঙ্গানন্দপুর সড়কের সমস্যা দ্রুত নিরসন হোক

| October 2, 2023

যশোরের ঝিকরগাছা গঙ্গানন্দপুর সড়কটির কাজ ঠিকাদারের অবহেলায় বন্ধ রয়েছে। কথায় আছে একমণ দুধের ভেতর একফোটা ‘গো-চুনা’ পড়লে যেমন পুরো দুধ খাওয়ার অনুপয়োগী হয়ে যায় তদ্রুপ দুই সড়কটির উন্নয়ন টেন্ডার হলেও ঠিকাদারের কারণে বন্ধ রয়েছে। এতে গঙ্গানন্দপুর কলেজের সামনে পৌনে এক কিলোমিটার রাস্তায় অসংখ্য খানা-খন্দের কারণে মানুষ ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই সড়কটি দিয়ে এলাকার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ যানবাহন চলাচল করে। এই সড়ক দিয়ে কত গাড়ি চলাচল করে তা স্বচক্ষে না দেখলে কেউ অনুমান করতে পারেন না। কথা হলো উন্নয়নের প্রশ্নে ভাঙাগড়া হবেই। তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় এবং আপত্তি যুক্তিগ্রাহ্যও নয়। সড়কটি আগে কার্পেটিং ও সলিংয়ের তৈরি ছিলো। সেই সলিং ও কার্পেটিং উঠে গেছে। এবার পিচের রাস্তা করার কথা ছিল। এলাকাবাসী এতে খুশি হয়েছিলেন।

কিন্তু তাদের সে খুশি আজ বেদনার কারণ হয়ে দাঁড়িছে। এ জন্য যে সমস্যা সৃষ্টি হবে তা নিরসনের ব্যবস্থাও থাকতে হবে। কারণ ১২ বছরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। এ দুর্ভোগ লাখ লাখ মানুষ নিরবে পোহায় চলেছেন। একটি গাড়ি এখানে আটকে গেলে এক-দেড় ঘণ্টার আগে বের হতে পারে না। প্রতিনিয়ত এখানকার এই মোকাবিলা করে পথ চলা মানুষের জন্য দুর্বিসহ হয়ে উঠেছে। এই দীর্ঘ সময় ধরে একটি সমস্যা চলতে দেয়া যায় না। এজন্য কর্তপক্ষকে ব্যবস্থা নিতেই হবে।

Shadhin Alo

Leave a Reply