Uncategorized

আবু নাইম সোহাগ নিষিদ্ধ, বাফুফের সাধারণ সম্পাদক হলেন তুষার

| October 4, 2023

ভারমুক্ত হলেন ইমরান হোসেন তুষার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনর (বাফুফে) সাধারণ সম্পাদক হলেন তিনি।

বুধবার (৪ অক্টোবর) বাফুফের নির্বাহী কমিটির সভায় তুষারকে আগামী বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়।

তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর গত ১৭ এপ্রিল বাফুফের জরুরি সভায় ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছিলো বাফুফে। তার আগে তুষার ছিলেন বাফুফে সভাপতির ব্যক্তিগত সচিব।

তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেয়ার পর থেকে বাফুফে স্থায়ী সাধারণ সম্পাদক খুঁজছিলো। শেষ পর্যন্ত তাকেই বাফুফে স্থায়ী সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিলো।

বুধবার অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভার ৮ নম্বর এজেন্ডায় ছিলো সাধারণ সম্পাদক নিয়োগ নিয়ে আলোচনার সিদ্ধান্তের বিষয়টি।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply