যশোর

যশোরে জানালা দিয়ে যুবককে গুলি, অবস্থা গুরুতর

| October 5, 2023

যশোরের চৌগাছায় জাহাঙ্গীর আলম খোকন (৪৫) নামে এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৫ অক্টোবর) রাতে ঘরের জানালা দিয়ে তাকে গুলি করা হয়। খোকনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম খোকন চৌগার সুখপুকুরিয়া গ্রামের ইছাক আলী বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

খোকনের বাবা ইছাহক আলী বিশ্বাস জানান, রাতে খেয়ে খোকন ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে ঘরের জানালা দিয়ে তাকে গুলি করে। তার বুকে দুইটি গুলি লেগেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে খোকন মাদক কারবারের সাথে জড়িত। আমরা ধারণা করছি অভ্যন্তরিত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply