বাগেরহাটে মোবাইল ফোনের জন্য কিশোরের আত্মহত্যা

বাগেরহাটের কচুয়া উপজেলায় পড়ালেখার জন্য বকাঝকা করে মোবাইল ফোন কেড়ে নেয়ায় আরিফুল ইসলাম (১৬) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা রাতেই তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে আরিফুল ইসলাম উপজেলার বয়া সিংঙ্গা গুচ্ছ গ্রামের হায়দার আলী সরদারের ছেলে।

পিতা হায়দার আলী সরদার বলেন, ছেলেকে মোবাইলে গেম খেলতে দেখে তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নিই। এবং এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল দেয়া হবে না বলে জানিয়ে দিই। এতে সে অভিমান করে রাত অনুমান সাড়ে ৯টার দিকে সকলের অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

কচুয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে...

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...