যশোর

ইজিবাইক চোরচক্রের ৪ সদস্যকে ধরলো যশোরের ডিবি

| October 5, 2023

যশোর ও খুলনায় অভিযান চালিয়ে ইজিবাইক চোরচক্রের চার সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) যশোরের সদর ও অভয়নগর এবং খুলনার খালিশপুরে এ অভিয়ান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- যশোর সদরের নরেন্দ্রপুরের বাসিন্দা রায়হান হোসেন বাবু, সাগর হোসেন, অভয়নগর উপজেলার সিদ্ধিরপাশার বাসিন্দা সুমন সরদার ও খুলনার দিঘলিয়ার উপজেলার বারাকপুর এলাকার বাসিন্দা লিটন শিকদার।

জেলা পুলিশ এক প্রেস বিঙ্গপ্তিতে জানায়, যশোরের বাঘারপাড়ার বাবলাতলা এলাকায় বাহারুল শিকদারকে অজ্ঞাতনামা ৪-৫ জন দুষ্কৃতিকারী পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ইজিবাইক ছিনতাই করে। বুধবার (৪ অক্টোবর) বাঘারপাড়া থানায় মামলা করা হয়। মামলার তদন্তকারী ডিবির এসআই শফি আহম্মেদ রিয়েলসহ ডিবির এক চৌকস টিম যশোর নরেন্দ্রপুর, অভয়নগরের সিদ্ধিরপাশা ও খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃত আসামিরা পেশাদার অজ্ঞান পার্টির চোর চক্রের সক্রিয় সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইজিবাইক ড্রাইভারকে চালক সেজে ভাড়া করে পথিমধ্যে পানির সাথে চেতনানাশক ঔষধের গুড়া মিশিয়ে পান করিয়ে অচেতন করে চালককে ফেলে ইজিবাইক চুরি করে থাকে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply