আওয়ামী লীগ

বৃষ্টির জন্য আওয়ামী লীগের শনিবারের সমাবেশ স্থগিত

| October 6, 2023

আগামীকাল শনিবারের (৭ অক্টোবর) রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে এ সমাবেশ স্থগিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন পূর্বঘোষিত সমাবেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইয়িলিয়াম প্রলয় সমাদ্দারের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উক্ত সমাবেশটি আগামী ১৪ অক্টোবর (শনিবার) বেলা ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

গত ১ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাঁচটি নতুন এ কর্মসূচির ঘোষণা দেন। সে মোতাবেক ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে সমাবেশ করে আওয়ামী লীগ।

শনিবার (৭ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পর কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ হওয়া কথা ছিলো। তবে সেটি পিছিয়ে ১৪ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।

এছাড়া ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলসেতু উদ্বোধন, মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply