যশোর

যশোরে একতা ফটোস্ট্যাট থেকে মাদক চক্রের ৩ কারবারি পাকড়াও

| October 7, 2023

যশোরে ১৭৮ বোতল ফেনসিডিল ও ৮টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ অক্টোবর) ভোররাতে শহরের প্রধান ডাকঘরের সামনে একতা ফটোস্ট্যাস্ট এন্ড কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করা হয়। এই ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়েছে র‌্যাব।

আটককৃতরা হলেন, যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় ধানমন্ডি রোডের মৃত শহিদুল ইসলামের ছেলে শান্তি মিয়া শান্ত ওরফে মিজানুর রহমান, চৌগাছার জিওলগাড়ি গ্রামের ফারুক উদ্দিনের ছেলে ইমাম হাসান সাগর ও রাজাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে পাপ্পু মিয়া।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হাসান জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন প্রধান ডাকঘরের সামনে একতা ফটোস্ট্যাস্ট এন্ড কম্পিউটার নামক দোকানের মধ্যে একটি চক্র মাদকের কারবার করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে ১৭৮ বোতল ফেনসিডিল ও ৮টি মোবাইল ফোনসহ আটক করা হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply