Uncategorized

নড়াইলে অটোভ্যান চুরি, গ্রেফতার ৩

| October 9, 2023

নড়াইলের লোহাগড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রবিবার বিকেলে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি আলম ফিলিং স্টেশনের সামনে থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের বিল্লাল হোসাইনের ছেলে জয় শিকদার (২০), কচুবাড়িয়া গ্রামের ইউনুস শেখের ছেলে ইকরাম শেখ ( ২৫) এবং জয়পুর গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে নয়ন খাঁ (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লোহাগড়া গ্রামের ভুক্তভোগী কলম বিশ্বাস গত শনিবার তার নিজ বাড়ির খোলা বারান্দায় তার ব্যাটারিচালিত অটোভ্যান রেখে রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ওইদিন মধ্যরাতে কলম বাইরে আসলে দেখেন যে, তার অটোভ্যান বারান্দা থেকে চুরি করে নিয়ে গেছে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার বিকেলে লোকমুখে জানতে পারেন, লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের বসুপটি আলম ফিলিং স্টেশনের সামনে থেকে কয়েকজন চোর ব্যাটারিচালিত অটোভ্যানসহ স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে। পরে তার চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি চিনতে পারে।

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চোরদের পুলিশ হেফাজতে নেয় এবং চুরি যাওয়া অটোভ্যান জব্দ করেন।

এ বিষয়ে কলম বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় আসামিদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। এছাড়া আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply