গ্রেফতারকৃতদের এদিনই আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া বাগেরহাট সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মোজাম ও যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মুরাদ হোসেনসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে।
অন্যদিকে একই সময়ে পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
এছাড়া বিভিন্ন স্থান থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ছয়জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
স্বাআলো/এস