জাতীয়

মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

| October 9, 2023

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল।

আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ইসির সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম।

এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছে এই প্রতিনিধি দল।

তিন ঘণ্টা বৈঠক, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলকে যা জানালো আ.লীগ

সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল।

৭ সদস্যের প্রতিনিধি দল ও তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply