জাতীয়

উন্নয়নে আরেক পালক, ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার, উদ্বোধন ১২ নভেম্বর

| October 10, 2023

ট্রেনে করে সরাসরি পর্যটন জেলা কক্সবাজারে যাওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। অবশেষে পূরণ হচ্ছে এ স্বপ্ন। আর বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে আরেক পালক।

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে কক্সবাজার রেল সংযোগ প্রকল্প ১২ নভেম্বর উদ্বোধন করা হবে।

তিনি বলেন, নতুন রেললাইন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্রুত ও নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করবে।

২০১১ সালের এপ্রিলে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply