Uncategorized

যশোরে উদ্ধার হওয়া মরদেহটি সাবেক প্রধান শিক্ষকের, স্ত্রীর দাবি ‘হত্যা’

| October 10, 2023

যশোরের পাঁচবাড়িয়ায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় মিলেছে।

মরদেহটি যশোর সদরের রুপদিয়ার মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম মইনুল হোসেনের। তিনি মণিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্ত্রী শিরিনা খাতুন লাকি বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

যশোরে সড়কের পাশে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

তিনি জানান, তার স্বামীর পকেটে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে মৃত্যুর কারণ লেখা আছে।

লাকি বেগম জানান, যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের হাসানের কাছে আট লাখ ৩৫ হাজার টাকা পায় তার স্বামী মইনুল হোসেন। পাওনা টাকা চাইতে গত মাসের (সেপ্টেম্বর) ১১ তারিখে বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

লাকি বেগম অভিযোগ করে বলেন, হাসান ও তার ছেলে টিটু টাকার জন্য আমার স্বামীকে হত্যা করে লাশ ওখানে ফেলে রেখে গেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান বলেন, লাকি বেগম নামে এক নারী দাবি করছেন এটা তার স্বামীর এসএম মইনুল হোসেনের লাশ। পুলিশ বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply