খেলাধুলা

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমনি

| October 11, 2023

সাকিব আল হাসান ও পরীমনির ফেসবুক অনুসারীদের নামটি নিয়ে আলোচনায় ছিলো। বর্তমানের জনপ্রিয় নায়িকা পরীমনিকে টপকে এগিয়ে যান সাকিব।

পরীমনির খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে। এতো দিন সাকিবের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ছিলো, বুধবার (১১ অক্টোবর) থেকে একই পরিমাণ অনুসারী পরীমনিরও। আজ দুইজনের ফেসবুক পেজ থেকে তেমনটাই জানা গেছে।

বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং চিত্রনায়িকা পরীমনি দুইজন দুই অঙ্গনের তারকা। তাদের কাজের ক্ষেত্র আলাদা হলেও দুইজনই প্রায় সমানে রয়েছেন।

অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে একজন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। অর্থাৎ- দুই অঙ্গনের এ দুই তারকাই লিওনেল মেসির অনুসারী।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply