খেলাধুলা

সাকিবের পেশিতে চিড়

| October 14, 2023

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। রাচিন রাবিন্দ্রার বলে সিঙ্গেল রান নিতে গিয়ে বাঁ-পায়ের উরুর মাংশপেসিতে টান লাগে তার। ওই সময় মাঠে নেমে সাকিবের পরিচর্যাও করেন দলের ফিজিও।

পরে জানা যায়, সাকিব আল হাসানকে স্ক্যান করতে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই স্ক্যান রিপোর্ট এখনো জানা যায়নি। স্ক্যানে কী ধরা পড়ে, তারওপরই মূলত নির্ভর করছে সাকিবের চোট কতটা গুরুতর। তিনি দ্রুতই ভালো হয়ে উঠবেন, নাকি তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে?

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমনি

সাকিবের চোটের চূড়ান্ত রিপোর্ট এখনো হাতে পায়নি বাংলাদেশ। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওর (সাকিব) পেশিতে চিড় ধরা পড়েছে, এখনো রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply