তবে, গণঅনশন কর্মসূচির ফাঁকে দলীয় কার্যালয়ের আশেপাশে গলির দোকানগুলোতে দেখা গেলো উল্টো চিত্র। বিএনপির কর্মীরা কলা, রুটি ও শিঙাড়া খাওয়ায় ব্যস্ত। কেউ কেউ আবার দল বেঁধে হোটেলগুলোতেও পেট ভরে খাচ্ছেন।
গণঅনশন কর্মসূচির আশপাশে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির অন্যান্য কর্মসূচির দিনগুলোর মতোই সকাল থেকে তাদের দোকানে বেচা-বিক্রির ভিড়।
এদিকে অনশন ভেঙে খাওয়া দাওয়া করা বিএনপির একাধিক কর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তারা এড়িয়ে যান।
বিএনপির এক কর্মী বলেন, পেট ভরে খাচ্ছি না। চা খেতে আসছি। খালি চা ভালো লাগছে না, তাই বিস্কুট নিলাম।
রুটি কলা ছাড়া সিগারেটের দোকানগুলোতেও বিএনপির কর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
তবে মঞ্চের সামন বসে থাকা কোনো নেতাকর্মীকে কোনো কিছু খেতে দেখা যায়নি। এছাড়া, দুই একজন বাদাম ও পানি বিক্রেতা ছাড়া কর্মসূচি স্থলে অন্য কোনো ভ্রাম্যমাণ খাবার বিক্রিতার দেখাও মেলেনি।
স্বাআলো/এসএ