মদপানেই ২ বান্ধবীর মৃত্যু, মাসহ আটক ৩

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মদপানে সাগরিকা আহম্মেদ (২০) ও পারুল আক্তার রুপা (২০) নামের দুই তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিনজন।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার লুৎফর মোল্লার বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে ও পারুল আক্তার রুপা ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতব্বরের মেয়ে। রবিবার (১৫ অক্টোবর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ বছরের ১ অক্টোবর কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাড়িতে মা পান্না বেগম, মেয়ে সাগরিকা আক্তার ও মামা বাবু মিয়া তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার গভীর রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ ও তার বান্ধবী পারুল আক্তার রুপাকে।

এ ছাড়া সাগরিকার মা সাবিনা ইয়াসমিন (৪৫) ও তার মামা বাবু (৪০) ও ডালিয়াকে (৪২) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় অসুস্থ থাকায় বাবু ও ডালিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমার মেয়ে সাগরিকার বান্ধবী পারুলসহ কয়েকজন মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। রাতে আমরা সবাই মদ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে জেগে দেখি আমার মেয়ে সাগরিকা ও তার বান্ধবী পারুল মারা গেছে।

নিহতের মামা বাবু বলেন, আমার বাড়ি নাটোর। আমি এখানে আমার বোনের সঙ্গে থাকি। এখানে একটি ইটভাটায় কাজ করি। রাতে আমার ভাগনি ও ওর কয়েকজন বান্ধবী মিলে দেশি ও বিদেশি মদ খাই। এরপর ঘুমিয়ে পড়ি। পরে জেগে দেখি আমার ভাগনি ও তার বান্ধবী মারা গেছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, দুইজন তরুণীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জেনেছি, শনিবার রাতে সাগরিকার তিন বান্ধবী ওই বাসায় বেড়াতে আসেন। এরপর তারা সবাই মিলে দেশি ও বিদেশি মদ খান। এরপর তারা কিছুক্ষণ নাচানাচি করে ঘুমিয়ে পড়েন। পরে জেগে দেখেন সাগরিকা ও তার বান্ধবী মারা গেছেন। এ ঘটনায় আরো দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিনসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোর-বেনাপোল সড়কের ‘মৃত্যুফাঁদ’ শতবর্ষী গাছ কাটার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে যশোর-বেনাপোল সড়কের দুই পাশের শতবর্ষী ঝুঁকিপূর্ণ...

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে...

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...