বিনোদন

বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’

| October 19, 2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।

চলচ্চিত্রটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে বিনামূল্যে প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই আয়োজন করেছেন।

‘মুজিব’ সিনেমায় মানুষ এক মহীয়সী নারীর সঙ্গে পরিচিত হবে: তিশা

শুক্রবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। দলমত নির্বিশেষে বগুড়া এবং সারিয়াকান্দি-সোনাতলার মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী প্রদর্শনীর আগে মধুবন সিনেপ্লেক্সে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন অতিথিরা।

‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ ও তিশা

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply